World

এক মহাদেশে উধাও হওয়া গাড়ি পাওয়া গেল অন্য মহাদেশে

কোথায় উধাও হল আর কোথায় পাওয়া গেল। রীতিমত চমকে দেওয়ার মত ঘটনা ঘটল একটি গাড়ি নিয়ে। পুরো বিষয়টি কীভাবে হল তা জানার চেষ্টা করছে পুলিশ।

গাড়িটি অতি যত্নে বানিয়েছিল গাড়ি প্রস্তুতকারক সংস্থা। লাক্সারি সিডান গোত্রের গাড়িটি কিন্তু বিশেষভাবে তৈরি। যেখানে গ্রাহকের চাহিদার দিকে নজর রাখা হয়েছিল। বেন্টলি মালসান গাড়িটির দাম পড়েছিল ভারতীয় মুদ্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকার মত।

ইউরোপের অন্যতম দেশ ব্রিটেন। ব্রিটেনের রাজধানী শহর লন্ডনের এক বাসিন্দার মালিকানায় থাকা গাড়িটি সম্প্রতি তাঁর বাড়ির সামনে থেকে উধাও হয়ে যায়। পুলিশে অভিযোগ দায়ের হয়। পুলিশও খোঁজ শুরু করে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

লন্ডন তোলপাড় করে যখন গাড়িটির খোঁজ চলছে তখন অন্য মহাদেশ এশিয়ার পাকিস্তানের করাচির এক বাসিন্দার বাড়ির সামনে একটি বিদেশি গাড়ি দেখে সন্দেহ হয় এক ব্যক্তির। তিনি কাস্টমসে খবর দেন।

পুরো বিষয়টি খতিয়ে দেখার পর কাস্টমস নিশ্চিত হয় যে এ গাড়ি ওই ব্যক্তির আইনত কেনা নয়। গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ।

যে ব্যক্তি ওই গাড়ির মালিক বলে নিজেকে দাবি করেন তাঁকে হেফাজতকে নেওয়া হয়। এছাড়া যে ওই ব্যক্তিকে গাড়িটি ভুয়ো কাগজসহ বিক্রি করেছিল তাকেও গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে এটাও পরিস্কার হয়ে যায় যে লন্ডন থেকে চুরি যাওয়া বেন্টলিটি পাকিস্তানে পৌঁছে গেছে। সেটিই উদ্ধার হয়েছে। এভাবে একটা মহাদেশ থেকে অন্য মহাদেশে কীভাবে একটি গাড়ি পাচার চক্র কাজ করছে তা ভাল করে খতিয়ে দেখা শুরু হয়েছে। গাড়িটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্তও করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *