World

ব্যঙ্গবিদ্রূপের জবাবে পড়শি মন্ত্রী জানালেন মুন্না ভাই এমবিবিএস তকমায় তিনি খুশি

তাঁর বিরুদ্ধে কটাক্ষ, সমালোচনা বারবার আছড়ে পড়ছে। তবে তিনি ব্যক্তিগতভাবে মুন্না ভাই এমবিবিএস তকমা পাওয়ায় যথেষ্ট খুশি। কড়া প্রত্যুত্তরও দিয়েছেন তিনি।

তাঁকে ডাকা হচ্ছে মুন্না ভাই এমবিবিএস বলে। ২০০৩ সালের এই সিনেমা আলোড়ন ফেলে দিয়েছিল। মু্ন্নাভাইকে দিয়ে মানুষের মানবিক দিককেই বারবার তুলে ধরার চেষ্টা হয়েছিল সিনেমায়। সেখানে মুন্না ভাইকে কিন্তু একটা আয়না হিসাবেই ব্যবহার করা হয়েছিল।‌

সিনেমায় মুন্না ভাই একটা সদর্থক চরিত্র হলেও বাস্তবে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীকে ব্যঙ্গ বিদ্রূপ করতেই তাঁকে মুন্না ভাই এমবিবিএস বলে ডাকা হচ্ছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বাস্তবে তিনি স্বাস্থ্যমন্ত্রী হলেও চিকিৎসা জগতের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি চিকিৎসক নন। ঠিক সিনেমায় যেমন মুন্না ভাই ছিল। সেখান থেকেই শুরু হয় বিদ্রূপ।

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, তিনি নিজে কখনও দাবি করেননি যে তিনি অস্ত্রোপচার পারেন বা তিনি প্রেসক্রিপশন লেখেন। তিনি পারেন কেবল যাদু কি ঝাপ্পি দিতে।

মুন্না ভাই এমবিবিএস সিনেমায় মুন্না রোগীদের সাহস দিতে পাশে থাকার বার্তা দিতে তাদের জড়িয়ে ধরত। যাকে সে যাদু কি ঝাপ্পি বলত। সেই প্রসঙ্গই স্বাস্থ্যমন্ত্রী টেনে এনেছেন।

পরতে পরতে এভাবে মুন্না ভাই এমবিবিএস সিনেমা টেনে আনার কারণ লুকিয়ে আছে এক ব্যঙ্গ বিদ্রূপে। আবদুল কাদির অবশ্য সাফ জানিয়েছেন তিনি মুন্না ভাই এমবিবিএস তকমা বেজায় খুশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *