Sports

অনুশীলনের সময় মাঠে পাক পতাকা, প্রতিবাদের ঝড়ে পিছু হটল পাকিস্তান

ঢাকায় বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম খেলার আগে অনুশীলনে পাকিস্তান দল মাঠে তাদের জাতীয় পতাকা লাগিয়ে খেলছিল। এনিয়ে বিতর্ক চরমে ওঠে। চাপের মুখে পিছু হটল পাকিস্তান।

পাকিস্তান বনাম বাংলাদেশ ক্রিকেট সিরিজ শুরু হতে চলেছে। বাংলাদেশে অনেকদিন আগেই পৌঁছে গেছে পাকিস্তান দল। তাদের প্রথম খেলা ঢাকায় রয়েছে। তাই সেখানে অনুশীলনে ব্যস্ত পাক দল।

সেই অনুশীলনে পাকিস্তান দল মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা লাগিয়ে রেখেছিল। গত ৩ দিন বাংলাদেশের মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা লাগিয়ে অনুশীলনের পর বিষয়টি সেখানে সোশ্যাল সাইটে হৈচৈ ফেলে দেয়। প্রতিবাদের ঝড় ওঠে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এমনিতেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বড় একটা মধুর নয়। সেখানে বাংলাদেশের মাঠে এভাবে পাক জাতীয় পতাকা লাগিয়ে রাখা নিয়ে বাংলাদেশের অনেক মানুষ সোশ্যাল মাধ্যমে সরব হয়েছেন। এর পিছনে রাজনৈতিক দিক রয়েছে বলেও দাবি করেছেন অনেকে।

বিষয়টি নিয়ে এভাবে হৈচৈ শুরু হতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নড়ে বসে। এই অবস্থায় যাবতীয় জটিলতা কাটাতে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড উদ্যোগী হয়েছে।

অনেকটা পিছু হঠে পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে, যাতে তারা মাঠে অনুশীলনের সময় তাদের জাতীয় পতাকা লাগিয়ে রাখতে পারে।

পাক বোর্ডের তরফে এটাও জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেয় তা জানার পর তারা বাংলাদেশে সফররত তাদের ক্রিকেট দলকে সিদ্ধান্ত জানাবে।

তবে এই পতাকা বিতর্ক কিন্তু বাংলাদেশে অন্য মাত্রা নিয়েছে। ফলে বিষয়টি এবার শুধুই মাঠে সীমাবদ্ধ নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *