World

বিয়েবাড়ি যাওয়া হল না ২৪ জনের

পারিবারিক অনুষ্ঠানে। পরিবারেরই একজনের বিয়ে। আর বিয়ে মানেই তো উৎসব। পরিবারের সকলে মিলে একসঙ্গে আনন্দে মেতে ওঠা। এমনই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি বাস ভাড়া করা হয়েছিল। তারপর সেই বাসে ৩৫ চড়েছিলেন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। একটি পরিবারের ৩৫ জন বাসে ছিলেন। বাস গন্তব্যের দিকে ছুটে চলছিল। আর বাসের মধ্যই আনন্দে মেতে উঠেছিলেন সকলে। পাহাড়ি রাস্তা ধরে ছুটে চলা বাসে সেই আনন্দের আবহ নিমেষে বদলে গেল আর্তনাদে।

একপাশে গিরিখাত। গা দিয়ে চলে গেছে রাস্তা। সেই রাস্তায় কোনও কারণে নিয়ন্ত্রণ হারান বাসের চালক। বাস রাস্তা ছেড়ে রাস্তার গা ঘেঁষা গিরিখাতে যায় উল্টে। পাহাড়ের গা দিয়ে গড়াতে গড়াতে গিয়ে পড়ে একদম পাদদেশে। গুঁড়িয়ে যায় বাস। ভিতরে তখন প্রবল আর্তনাদ আর গোঙানির শব্দ। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। এক এক করে সকলকে বাস থেকে বার করে আনা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ জনের। বাকি ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আপার কোহিস্তান জেলায়। এই এলাকার অধিকাংশই পাহাড়ি এলাকা। ফলে রাস্তা তৈরি হয়েছে পাহাড় কেটেই। কেন এমন দুর্ঘটনা ঘটল? কোথায় গলদ? তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে এই এলাকায় আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় বেহাল দশাকেই অনেক সময় দুর্ঘটনার কারণ হিসাবে তুলে ধরেন স্থানীয়রা। তাঁদের রাস্তার দুর্দশা নিয়ে ক্ষোভও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *