World

অধরা‌ই রইল এনএসজিতে প্রবেশ

Nuclear Suppliers Groupপরমাণু সরবরাহকারী দেশের গোষ্ঠী এনএসজিতে ভারতের নাম তোলার বিষয়টি ঝুলেই রইল। হালেই ৫ দেশের সফরে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র সহ সুইৎজারল্যান্ড, মেক্সিকোর মত দেশের কাছ থেকে ভারতের অন্তর্ভুক্তির সবুজ সংকেত পকেটে পুরে ঘরে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই ভিয়েনায় বসেছিল এনএসজির ৪৮ সদস্য রাষ্ট্রের বৈঠক। সেখানে ভারতের প্রসঙ্গ উঠলেও সেখানে নিজের অবস্থানে অনড় রইল চিন। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই না করায় ভারতের অন্তর্ভুক্তি নিয়ে অন্য দেশগুলি সবুজ সংকেত দিলেও বেঁকে বসে চিন। আর এনএসজির নিয়ম হল ৪৮টি দেশের মধ্যে একটি দেশও না চাইলে কোনও দেশের গোষ্ঠীতে অন্তর্ভুক্তি নাকচ হয়ে যায়। তাই ভিয়েনায় অধরাই রয়ে গেল ভারতের অন্তর্ভুক্তির সম্ভাবনা। তবে আগামী ২০ জুন এই নিয়ে ফের সিওলে বলতে চলেছে এনএসজি গোষ্ঠীভুক্ত দেশগুলি। সেখানে কি হয় আপাতত সেদিকেই চেয়ে ভারত।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *