World

ভারতের এনএসজি প্রবেশ, আশ্বাস আমেরিকার

পরমাণু সরবরাহকারী রাষ্ট্রগোষ্ঠী বা এনএসজি-তে ভারতের সদস্যপদ নিয়ে এবার ক্রমশ প্রকট হচ্ছে চিন-মার্কিন দ্বন্দ্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এবার খোলাখুলি জানান হয়েছে ভারতকে এনএসজির সদস্য করতে তারা বদ্ধপরিকর। মূলত চিনের বাগড়াতেই আটকে আছে ভারতের এনএসজি প্রবেশ। চিনের দাবি, ভারত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেনি। এই অবস্থায় ভারতকে এনএসজিতে প্রবেশাধিকার দেওয়ায় তাদের আপত্তি রয়েছে। সিওলে এনএসজির বৈঠকে ভারতের বিষয়টি নিয়ে আলোচনার কথা থাকলেও চিন তা হতে দেয়নি। এদিকে দক্ষিণ চিন সাগরে চিনের প্রতিপত্তি বৃদ্ধির চেষ্টাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আমেরিকার সঙ্গে চিনের সম্পর্ক তলানিতে ঠেকেছে। আমেরিকা চাইছে চিনের এই ‘পাগলামি’ রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করুক ভারত। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক সচিব টম শ্যানন কথা বলেছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করের সঙ্গে। আমেরিকার আশা সব ঠিকঠাক এগোলে চলতি বছরের শেষের দিকেই এনএসজির সদস্যপদ পেয়ে যাবে ভারত।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button