World

সিওলেও শিকেয় ছিঁড়ল না এনএসজি সদস্যপদ

গোষ্ঠীর সদস্য সংখ্যা ৪৮। যারমধ্যে ৪৭ জনই ভারতের অন্তর্ভুক্তির পক্ষে। বিপক্ষে কেবল চিন। কিন্তু সিওলে এনএসজি বৈঠকে ভারতের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত একাই আটকে দিল এশিয়ার বৃহত্তম অর্থনীতি। নিয়মের ফাঁসে এবারের মত আটকে গেল ভারতের এনএসজি অন্তর্ভুক্তির সব আশা। পরমাণু সরবরাহকারী রাষ্ট্রগোষ্ঠী এনএসজি-র নিয়ম হল একজন সদস্যও যদি কোনও নতুন সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে ভেটো দেয় তবে তার অন্তর্ভুক্তি হবে না। সেই গেরোতেই ফেঁসে গেছে ভারত। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স থেকে শুরু করে বিশ্বের তাবড় দেশের খোলাখুলি সমর্থন আদায় করেও চিনের ভেটোয় আপাতত বিশ বাঁও জলে ভারতের এনএসজি অন্তর্ভুক্তি। সিওলে এনএসজি বৈঠকে যাতে চিনের সমর্থন আদায় করা যায় তার জন্য চিনে গোপন সফর থেকে শুরু করে সিওলে সশরীরে হাজির থেকে সমর্থন আদায়, সব চেষ্টাই করেছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। কিন্তু তাতে যে চিঁড়ে ভেজেনি তা চিনের না থেকেই পরিস্কার।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *