World

সিওলে মরিয়া জয়শঙ্কর

এদিকে এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ইতিমধ্যেই গোপনে দুদিনের চিন সফর সেরে এসেছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। এবার ভারতের অন্তর্ভুক্তি চূড়ান্ত করতে দক্ষিণ কোরিয়ার সিওলেও হাজির হলেন তিনি। বিশেষজ্ঞদের মতে, সিওলে এনএসজির বৈঠক চলাকালীন সেখানে জয়শঙ্করের হাজির হওয়া থেকেই স্পষ্ট যে ভারত এনএসজিতে নাম তুলতে কতটা মরিয়া।

Show More

Leave a Reply

Your email address will not be published.