Health

স্কুল শুরুর আগে পড়ুয়াদের টিকাকরণ নিয়ে মুখ খুলল নীতি আয়োগ

স্কুল খোলা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু পড়ুয়াদের কি টিকা দিয়ে তবেই চালু হবে স্কুল, এ প্রশ্নের উত্তর দিয়েছে নীতি আয়োগ।

স্কুল খোলার চেষ্টা অনেক রাজ্যেই শুরু হয়েছে। এমনিতেই প্রায় দেড় বছর হল স্কুল বন্ধ। পড়াশোনা সবই অনলাইনে। করোনাও এখনই যাওয়ার নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। এভাবে আর কতদিন? কতদিন আর স্কুল বন্ধ থাকবে? তাই এবার স্কুল খোলা নিয়ে একটা মরিয়া ভাব দেখা যাচ্ছে অনেক রাজ্যে।

পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন পরিস্থিতি বিবেচনা করে পুজোর পর স্কুল খোলা হতে পারে। এই স্কুল খোলা নিয়ে রব ওঠার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হল পড়ুয়াদের টিকাকরণ নিয়ে কী ভাবছে সরকার?

বৃহস্পতিবার এর উত্তর দিয়েছেন নীতি আয়োগের স্বাস্থ্য সম্বন্ধীয় অন্যতম সদস্য ভিকে পল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্কুল খোলার জন্য পড়ুয়াদের টিকাকরণের কোনও দরকার নেই। বরং তিনি স্কুলের শিক্ষক, কর্মচারি থেকে পড়ুয়াদের পরিবারের সকলের করোনা টিকাকরণে জোর দিয়েছেন।

সেইসঙ্গে ভিকে পল জানিয়েছেন, স্কুলে পড়ুয়ারা করোনাবিধি মানছে কিনা সেদিকে কড়া নজর রাখতে হবে শিক্ষকদের। পড়ুয়াদের উপযুক্ত দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজ করা, স্কুল চত্বর স্যানিটাইজ করার ওপর জোর দিতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি।

ভিকে পল আরও জানিয়েছেন, বিশ্বের কয়েকটি দেশে ছোটদের জন্য টিকাকরণ চালু হলেও হু এনিয়ে কোনও সবুজ সংকেত এখনও দেয়নি। ফলে এখনই ভারতে তা শুরু হচ্ছেনা।

ভারতীয় সংস্থা জাইডাস ক্যাডিলা এ দেশে ছোটদের ওপর করোনা প্রতিষেধক টিকা পরীক্ষার অনুমতি পেয়েছে। তাদের ফলাফলের ওপরও নজর রাখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *