World

ভেঙে পড়ল কপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ভাইস-প্রেসিডেন্ট

৬ আসন বিশিষ্ট একটি হেলিকপ্টারে করে গন্তব্যে যাচ্ছিলেন নাইজেরিয়ার ভাইস-প্রেসিডেন্ট ইয়েমি ওসিনবাজো। নাইজেরিয়ার মধ্যাঞ্চলের রাজ্য কেগি। এখানেই সরকারি সফরে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর সহযোগীরা। আচমকাই হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ভেঙে পড়ে কেগি রাজ্যের কাবাদা এলাকায়। ভাইস-প্রেসিডেন্টের হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় রীতিমত প্রশাসনিক মহলে শোরগোল পড়ে যায়।

হেলিকপ্টারটি ভেঙে পড়ায় ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হলেও কপ্টারে থাকা আরোহীরা আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছেন। কারও চোটই গুরুতর নয়। ভাইস প্রেসিডেন্ট ওসিনবাজো নিজে ট্যুইট করে সকলকে আশ্বস্ত করেন যে তিনি সুরক্ষিত আছেন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

কিন্তু ভাইস প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হেলিকপ্টার কীভাবে এমন পরিস্থিতির শিকার হল? এ প্রশ্নের জবাব এখনও পরিস্কার নয়। তবে প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে। যান্ত্রিক গোলযোগ থেকেই এমন কাণ্ড কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *