National

পাত্রের যেসব গুণ থাকতেই হবে, পাত্রীর চাহিদার তালিকা দেখে মাথায় হাত পাত্রদের

পাত্রপাত্রীর বিজ্ঞাপনে কেমন পাত্র চাই বা পাত্রী চাই তা কয়েকটি কথায় লেখা থাকে। কিন্তু এ ক্ষেত্রে পাত্রীর তালিকা পাত্রদের মাথায় হাতের কারণ হয়েছে।

যাঁর সঙ্গে জীবন কাটাবেন তাঁর মধ্যে কি কি থাকতে হবে তা নিয়ে পাত্র পাত্রী ২ তরফেরই একটা স্বপ্ন থাকে। চাহিদা থাকে। তা তাঁরা খোলাখুলি জানানও। সেগুলি দেখে অভ্যস্ত মানুষজন। কিন্তু একটি ম্যাট্রিমোনি ওয়েবসাইটে এক পাত্রী তাঁর পছন্দের পাত্রের যে তালিকা দিয়েছেন তাতে অনেক পাত্রের মাথায় হাত পড়েছে।

ওই পাত্রী বিজ্ঞাপনে এক বিশাল তালিকা দিয়েছেন যে গুণগুলি পাত্রের থাকতেই হবে। যার প্রথমেই স্থান পেয়েছে পাত্রের পড়াশোনা।

শুধু ভাল নয়, পাত্রকে দেশের প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি থেকেই পাশ করতে হবে। আইআইটিগুলি সেই তালিকায় যেমন জায়গা পেয়েছে, তেমনই জায়গা পেয়েছে দেশের সেরা এমবিএ শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

যে তালিকায় ইঞ্জিনিয়ার হলে যাদবপুর বিশ্ববিদ্যালয় হলেও চলবে বলে লেখা আছে। আইআইএম-এর ক্ষেত্রেও পাত্রীর তালিকায় কলকাতার আইআইএম জায়গা পেয়েছে।

এছাড়াও রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স, বিটস পিলানি সহ দেশের সেরা প্রতিষ্ঠানগুলি। তাঁর পছন্দের পুরো শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দিয়ে দিয়েছেন ওই পাত্রী।

এ তো গেল শিক্ষা। এবার চাকরি। পাত্রকে অবশ্যই কর্পোরেট সেক্টরের সঙ্গে যুক্ত থাকতে হবে। মাইনে কমপক্ষে বছরে ৩০ লক্ষ টাকা হতেই হবে। এছাড়াও পাত্রের জন্ম ১৯৯২ সালের জুন মাসের আগে হলে হবেনা।

পাত্রের উচ্চতাও হতে হবে ৫ ফুট ৭ ইঞ্চি থেকে ৬ ফুটের মধ্যে। সব গুণ থেকে উচ্চতা না মিললেও কিন্তু পাত্র বাতিল। বিয়ে হবে দিল্লি ও দিল্লির আশপাশে। অনেকেই এই বিজ্ঞাপন দেখে জানিয়েছেন, বিয়ে যিনি করবেন তিনি তাঁর পছন্দ জানাতেই পারেন। এটা তাঁর অধিকার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *