National

ঘোড়ায় চড়ে ঢাকঢোল পিটিয়ে পেনশন চাইতে এলেন মৃত বৃদ্ধ

দেখে আধিকারিকরা ভূত ভেবে আঁতকেও উঠতে পারতেন। কিন্তু তেমনটা হয়নি। বরং ঘোড়ায় চড়ে ঢাকঢোল পিটিয়ে পেনশন চাইতে আসা মৃত বৃদ্ধ এখন বড় খবর।

গত মার্চ মাসে তিনি শেষবার বৃদ্ধদের পেনশন পেয়েছিলেন। তারপর থেকে বন্ধ হয়ে যায় পেনশন আসা। এপ্রিল থেকে পেনশন বন্ধ হওয়ার পর বারবার সরকারি দফতরে হাজির হয়েছিলেন শতবর্ষ পার করা বৃদ্ধ মানুষটি। চিঠি দিয়েছিলেন। কিন্তু উত্তর মিলেছে একটাই। যিনি বেঁচে নেই তাঁকে পেনশন দেওয়ার প্রশ্নই উঠছে না।

সরকারি আধিকারিকদের তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন তিনি মারা গেলেনটা কখন! তিনি দো দিব্যি বেঁচে আছেন! সরকারি আধিকারিকরা কিন্তু সাফ জানিয়ে দেন সরকারি নথি বলছে তিনি মারা গেছেন। সেক্ষেত্রে তাঁর পেনশন চালু হতে পারেনা।

শতায়ু বৃদ্ধ বোঝানোর চেষ্টা করেন কোথাও কোনও ভুল হচ্ছে। কিন্তু আধিকারিকরা তা মানতে চাননি। অবশেষে তিনি এবার ঘোড়ায় চড়ে হাজির হলেন সরকারি দফতরে।

শুধু ঘোড়ায় চড়েই নয়, সেজেগুজে ঘোড়ায় বসে থাকা শতবর্ষ পার মানুষটির বুকে ঝোলানো ছিল টাকার মালা। হাতে ছিল প্ল্যাকার্ড। যেখানে লেখা ছিল তোমাদের কাকা এখনও বেঁচে আছেন।


রীতিমত ঢাকঢোল পিটিয়ে তিনি হাজির হন সরকারি দফতরে। জানান তিনি বেঁচে আছেন। আর তাঁর বৃদ্ধ পেনশন অবিলম্বে চালু করতে হবে।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে। তিনি কেবল সরকারি দফতরেই হাজির হননি, স্থানীয় বিজেপি নেতার বাড়িতেও গিয়ে তাঁকে চিঠি দিয়ে এসেছেন।

বৃদ্ধের এই চমকপ্রদ পদক্ষেপ সংবাদমাধ্যমের নজর কেড়েছে। নজর কেড়েছে সাধারণ মানুষের। আর অস্বস্তি বেড়েছে প্রশাসনের।

একজন বেঁচে থাকা মানুষকে এভাবে সরকারি খাতায় মৃত দেখিয়ে তাঁর পেনশন বন্ধ করার বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন। সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button