National

পাত্তা পেলেননা বর, বরের গাড়ির সঙ্গে সেলফি তুলতে উপচে পড়া ভিড়

বর এলে তাঁকে দেখার একটা প্রবণতা সকলের থাকে। বরের সঙ্গে ছবিও তুলতে চান সকলে। কিন্তু এক্ষেত্রে যা ঘটল তা দেখে অবাক বরও।

বর এলে তাঁকে নিয়ে পরিবারের মানুষজনের হইচই শুরু হয়ে যায় ঠিকই, তবে বর নিয়ে গোটা তল্লাট হইচই করেনা। বড়জোর আশপাশের বাড়ি থেকে একবার দেখা অথবা পথে যেতে যেতে বর নামছে দেখতে পেলে তাকিয়ে দেখা। এরমধ্যেই সীমাবদ্ধ থাকে বিষয়টা।

এক্ষেত্রেও বরকে দেখা নিয়ে গ্রামের মানুষের তেমন কোনও উৎসাহ ছিলনা। কিন্তু তিনি গ্রামে ঢোকার পর থেকেই গোটা গ্রাম তাকিয়ে দেখল বরের সাজানো গাড়ি।

বর মেয়ের বাড়িতে পৌঁছলে সেখানেও গোটা গ্রাম উপচে পড়ে। তবে বর দেখতে নয়। বিয়ের অনুষ্ঠানস্থলে এভাবে উপচে পড়া মানুষের ভিড়ের চোটে বিয়ের আয়োজন বাধা পায়। সমস্যায় পড়েন কন্যাপক্ষের লোকজন থেকে অতিথি সকলেই।

বর নয় এক্ষেত্রে মূল আকর্ষণ ছিল বর যে ফুল দিয়ে সাজানো গাড়ি নিয়ে বিয়ে করতে এসেছেন সেটা। সকলেই চাইছিলেন একটা সেলফি নিয়ে রাখতে। যা নিয়ে ধাক্কাধাক্কিও শুরু হয়ে যায়। তবে বরের সঙ্গে নয়, বরের গাড়ির সঙ্গে। কারণও রয়েছে।

বাদশা নামে ওই বর যে গাড়িতে চেপে বিয়ে করতে এসেছিলেন তা আসলে ছিল একটি বুলডোজার। বুলডোজারে চেপেও যে বিয়ে করতে আশা যায় এটা বোধহয় কেউ ভাবতে পারেননি।

National News
বিয়ের সাজে সেজে ওঠা বুলডোজার, ছবি – আইএএনএস

উত্তরপ্রদেশের বাহরাইচের লক্ষ্মণপুর শঙ্করপুর গ্রামে বিয়ে করতে আসা সেই বরের বুলডোজার গাড়ি সারাদিনই ছিল গ্রামের মানুষের অন্যতম আকর্ষণ।

গ্রামে ঢোকার সময় আবার বরযাত্রীরা বুলডোজার বাবা কি জয় বলে জয়ধ্বনি করতে করতে ঢোকেন। যা দেখতে ভিড় জমে যায়। প্রসঙ্গত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার এখন বুলডোজার সরকার নামে খ্যাত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published.