National

সহজে বড়লোক হতে বিপথে বাস্তবের বান্টি বাবলি

২০০৫ সালে মুক্তি পাওয়া বান্টি অউর বাবলি সিনেমা থেকেই মিলেছিল অনুপ্রেরণা। সহজে প্রয়োজন মেটানোর জন্য ছিনতাইয়ের পথে পা দিল এক তরুণ দম্পতি।

পুলিশের মতে এমন ঘটনা এই প্রথম। এমন ছিনতাইয়ের ঘটনা তারা আগে পায়নি। এতদিনে বহু ছিনতাইয়ের অভিযোগ এসেছে। তারা অপরাধীদের পাকড়াও করেছে। কিন্তু সেসব ক্ষেত্রে ছিনতাইবাজ এক বা একাধিক পুরুষ হয়েছে। কখনও তারা ছিনতাইতে এক পুরুষ ও এক নারীর যোগ দেখেনি।

তায় আবার ২ জন সম্পর্কে স্বামীস্ত্রী! কিন্তু এমনই এক দম্পতি ছিনতাইবাজকে পাকড়াও করল দিল্লি পুলিশ। পুরো ঘটনাই অত্যন্ত নাটকীয় এবং একটি বলিউড সিনেমা থেকে অনুপ্রাণিত।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

পুলিশ জানাচ্ছে, ওই দম্পতির ২ জনই দরিদ্র পরিবারের। একজনের বয়স ২৬ বছর, অন্যজনের ২৩ বছর। তাদের ৪ মাস হল বিয়ে হয়েছে।

২৩ বছরের তরুণী স্ত্রী ডিসেম্বরে স্বামীর কাছে আবদার করে তার একটা অ্যান্ড্রয়েড ফোন চাই। কিন্তু সে রোজগার তাদের নেই। তাহলে দ্রুত অর্থ আসবে কোথা থেকে?

তারা স্থির করে দ্রুত বড়লোক হওয়ার রাস্তায় হাঁটবে। ঠিক যেমন ২০০৫ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা বান্টি অউর বাবলি-তে দেখানো হয়েছিল। সেইমত তারা গত ২৩ ডিসেম্বর এক বছর ২০-র তরুণীর মোবাইল ফোন ছিনতাই করে।

ওই তরুণী পুলিশে অভিযোগ জানান। পুলিশ তদন্তে নেমে গত রবিবার ওই দম্পতি ছিনতাইবাজকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ওই ২ জনের আগের কোনও অপরাধজনিত কাজে যুক্ত থাকার রেকর্ড নেই। ঘটনাটি ঘটেছে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *