National

বাঙালি বিয়েতে ঘোড়ায় চড়ে বিয়ের আসরে পৌঁছলেন কনে

বাঙালিদের বিয়েতে ঘোড়ায় চড়ে আসার রেওয়াজ নেই। কিন্তু এক বাঙালি বিয়েতে ঘোড়ায় চড়ে বিয়ের আসরে পৌঁছলেন কনে। গাড়িতে এলেন বর।

আদ্যোপান্ত বাঙালি বিয়ে। বাঙালিদের বিয়েতে বরও ঘোড়ায় চড়ে আসেন না। কিন্তু এ বিয়েতে হল উলটপুরাণ। এখানে কনেই এলেন ঘোড়ায় চেপে। তাও আবার লেহেঙ্গায় সেজে। যা দেখে রীতিমত হৈচৈ পড়ে যায় পথচলতি মানুষের মধ্যেও।

কনে ঘোড়ায় চেপে বিয়ে করতে চলেছেন তা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই। তবে কনে অনুষ্কা গুহ-র মা সুস্মিতা গুহ জানিয়েছেন, ছোট থেকেই তাঁর মেয়ে একটা প্রশ্ন মাঝেমধ্যেই করতেন। কেন কেবল ছেলেরাই বিয়েতে ঘোড়ায় চড়ে যায়? কেন একটা মেয়ে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবেনা?


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তাঁকে প্রচলিত প্রথা, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রীতির কথা বলে বোঝানোর অনেক চেষ্টা করা হলেও তাতে তাঁকে বোঝানো যেত না।

অবশেষে নিজের বিয়েতে সব রীতি ভেঙে কার্যত বিপ্লব আনলেন অনুষ্কা। বিয়ের মণ্ডপে পৌঁছলেন ঘোড়ায় চেপে। সঙ্গে পরিবারের লোকজন নাচতে নাচতে গেলেন তাঁর সঙ্গে। যেমনটা সাধারণত ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে।

বিহারের পাটনার বাসিন্দা অনুষ্কা পেশায় বিমানসেবিকা। ইন্ডিগো সংস্থায় তিনি কাজ করেন। তাঁর সঙ্গে বিয়ে হয়েছে কলকাতার ব্যবসায়ী জিৎ মুখোপাধ্যায়ের।

বিয়ের আসর বসেছিল পাটনাতেই। সেখানে কনে অনুষ্কা যখন ঘোড়ায় চড়ে সকলকে তাক লাগিয়ে বিয়ে করতে গেলেন, তখন বর কিন্তু প্রথা মেনে বরের গাড়িতেই বিয়ের মণ্ডপে পৌঁছন।

প্রায় সাদা লেহেঙ্গায় এক শ্বেতশুভ্র ঘোড়ায় চড়ে অনুষ্কা যখন হাসিমুখে চলেছেন বিয়ের মণ্ডপের দিকে তখন সেই শোভাযাত্রাতেই বরের গাড়িও পিছনে ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *