National

দেশে আড়াইশো দিন পর সবচেয়ে নিচে সংক্রমণ, দেড় বছরে সর্বনিম্ন মহারাষ্ট্রে মৃত্যু

সেই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এখানে নেমেছিল দেশের দৈনিক সংক্রমণ। তারপর ফের এদিন নামল। অন্যদিকে দেড় বছর পর মহারাষ্ট্রে সবচেয়ে নিচে নামল দৈনিক মৃত্যু।

দেশে এদিন করোনার দৈনিক সংক্রমণ নামল ১০ হাজারের কোটায়। গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এখানে নেমেছিল সংক্রমণ। তারপর এদিন নামল।‌

এদিন দেশে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৪২৩ জন। ২৫০ দিন পর এখানে নামল দৈনিক সংক্রমণ। এদিনের মোট সংক্রমণের আবার অর্ধেক হয়েছে শুধু কেরালায়। পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ সংখ্যা হয়েছে ৭২৫ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিকে দেশে গত একদিনে মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। যারমধ্যে শুধু কেরালাতেই একদিনে মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। ফলে বাকি দেশে একদিনে মৃত্যু হয়েছে ৭৫ জনের। দেশে এদিন করোনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৯ হাজার ৪৫ জনের।

কেরালা বাদ দিলে দেশের করোনা চিত্র যখন কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে তখন মহারাষ্ট্রেও মানুষ করোনায় মৃত্যু সংখ্যার নিরিখে যথেষ্ট স্বস্তি পেয়েছেন। ২০ এপ্রিল ২০২০-র পর গত একদিনে প্রথম ১০ জনে নামল মহারাষ্ট্রে করোনায় মৃত্যু সংখ্যা। যা কার্যত একটা রেকর্ড।

২০ এপ্রিল ২০২০ সাল মানে তখন দেশে করোনার দাপট শুরু হয়েছে। ক্রমশ বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। দেশজুড়ে চলছে লকডাউন।

দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যাও ক্রমশ নামছে। প্রায় দেড় লক্ষে দাঁড়িয়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। কেরালা ছাড়া আর কোনও রাজ্যে এদিন ৪ অঙ্কে নেই সংক্রমণ সংখ্যা। প্রায় ১০৭ কোটিতে পৌঁছেছে দেশে টিকাকরণ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *