National

কিছু কমবেশি, তার মধ্যেই ঘুরপাক খাচ্ছে দেশের দৈনিক সংক্রমণ

দেশে দৈনিক সংক্রমণ কিছুটা বাড়ল। অন্যদিকে দেশে মৃত্যু কিছুটা হলেও কমেছে। কমেছে অ্যাকটিভ রোগী। তবে কী ফের উর্ধ্বমুখী সংক্রমণ? চিন্তা বাড়ছে।

আগের দিনের তুলনায় কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ। এমনটাই চলছে। কয়েক হাজারের ব্যবধানে কোনও দিন কিছু বেশি তো কোনওদিন কিছু কম, এভাবেই ঘুরপাক খাচ্ছে দেশে দৈনিক সংক্রমণ।

খুব একটা কমার কোনও লক্ষণ কিন্তু নেই। দেখা যাচ্ছে অধিকাংশ সময় ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই সংখ্যাটা পাওয়া যাচ্ছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৯ হাজার ৭০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৫৫ জন।

এদিন ১৭ লক্ষ ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে আগের দিনের থেকে কিছুটা কমেছে গত একদিনে মৃতের সংখ্যা।

গত একদিনে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৮৬২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ১২৮ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৩৯ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে গত একদিনের মৃত্যু সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমেছে। এদিন কমেছে ৫ হাজার ৩৩১ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬ হাজার ৮২২ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার কমে হয়েছে ১.২৭ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৯১০ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৭৭১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়ে আছে ৯৭.৩৯ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *