National

গত দিনের চেয়ে ৪ শতাংশ কমল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

দেশে দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় ৪ শতাংশ কম হল। এদিকে অ্যাকটিভ রোগী ফের বাড়তে শুরু করেছে। তবে কমেছে মৃত্যু।

অগাস্ট মাসেও দেশের দৈনিক সংক্রমণ কিন্তু উল্লেখযোগ্যভাবে নিম্নগামী হল না। আগের দিনের তুলনায় এদিন দৈনিক সংক্রমণ ৪ শতাংশ নিচে নামল।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪০ হাজার ১৩৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৫৮ জন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন ১৪ লক্ষ ২৮ হাজার ৯৮৪টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে আগের দিনের চেয়ে এদিনের মোট মৃত্যু সংখ্যা কমেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৪২২ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ৭৭৩ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৫৭ জনের। মহারাষ্ট্র ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিনও বেড়েছে। এদিন বাড়ল ২ হাজার ৭৬৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ৭১৮ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার বেড়ে দাঁড়িয়েছে ১.৩১ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৯৪৬ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লক্ষ ৫৭ হাজার ৪৬৭ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়ে আছে ৯৭.৩৫ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *