National

দেশে সংক্রমণ কমল, একটি রাজ্যেই মৃত দেড় হাজার

দেশে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ। তবে মৃতের সংখ্যা এদিন ২ হাজার পার করেছে। তারমধ্যে ১টি রাজ্যেই মৃত্যু হয়েছে দেড় হাজার মানুষের।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনও বিদায় নেয়নি। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞেরা। যদিও দৈনিক সংক্রমণ অল্প অল্প করে কমছে। আবার মাঝে মাঝে বেড়েও যাচ্ছে।

গত একদিনে অবশ্য দৈনিক সংক্রমণ কমেছে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩২ হাজার ৯০৬ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৭ হাজার ২৮২ জন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন ১৭ লক্ষ ৪০ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে প্রায় ৩ লক্ষ বেড়েছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা এক লাফে বেড়ে পৌঁছে গেছে ২ হাজারের ওপর। এদিনের এই আচমকা বৃদ্ধির কারণ অবশ্য মহারাষ্ট্র নয়। এদিন প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু একদিনে রেকর্ড হয়েছে মধ্যপ্রদেশে।

তবে এটা হয়তো একদিনের পরিসংখ্যান নয়। মৃত্যুর সংখ্যা খতিয়ে দেখে আগে যে মৃত্যুগুলি কোনও কারণে যোগ করা হয়নি সেগুলি এখন যোগ করে দেওয়া হচ্ছে দৈনিক মৃত্যুর সঙ্গে। এমনটা এর আগে বিহার, মহারাষ্ট্রের ক্ষেত্রেও দেখা গেছে।

এদিন মধ্যপ্রদেশের কারণে দেশে মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে ২ হাজার ২০ জনে। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৭৮৪ জন। দেশে মৃত্যুর হার ১.৩২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৩৩ শতাংশ।

মধ্যপ্রদেশে এদিন মৃত্যু সংখ্যা ছুঁয়েছে ১ হাজার ৪৮১ জনে। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৪৬ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১০০ জনের।

এই ৩ রাজ্য ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

এদিন ফের অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৮ হাজার ১২১ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৭৭৮ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৪০ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ হাজার ৭ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৩ হাজার ৭২০ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.২৮ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show More