National

১১১ দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, পাঁচশোর ঘরে মৃত্যু

স্বস্তি বাড়িয়ে ১১১ দিনে সর্বনিম্ন হল দৈনিক সংক্রমণ। দেশে এদিন আরও কমেছে মৃত্যু। দৈনিক মৃত্যু এদিন ৫০০-র ঘরে ঢুকে পড়েছে।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখন অনেকটাই স্তিমিত। তবে দৈনিক সংক্রমণ খুব ধীর গতিতে নামছে। এদিন দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় নেমেছে।

১১১ দিন পর দেশে সর্বনিম্ন হল দৈনিক সংক্রমণ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৪ হাজার ৭০৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লক্ষ ১৯ হাজার ৯৩২ জন।

এদিন ১৬ লক্ষ ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে ১ লক্ষ ২৫ হাজার বেড়েছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় কমেছে। মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩ হাজার ২৮১ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৩২ শতাংশে।


এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০৬ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১০২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যুর সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৭ হাজার ৭১৪ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৫২ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজার ৮৬৪ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লক্ষ ৫২ হাজার ২৯৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.১৭ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button