National

দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমল, ৫ লক্ষের নিচে অ্যাকটিভ রোগী

দেশে আরও একটু কমল সংক্রমণ। কমেছে মৃত্যুও। মহারাষ্ট্রে এদিন উল্লেখযোগ্যভাবে কমেছে মৃত্যু। দেশে ২টি রাজ্য বাদে আর কোথাও ৩ অঙ্কে মৃত্যু নেই।

দেশে এদিন দৈনিক সংক্রমণ সামান্য হলেও কমল। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৪ হাজার ১১১ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২ জন।

এদিন ১৮ লক্ষ ৭৬ হাজার ৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের সঙ্গে প্রায় একই হয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় কমেছে। মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১ হাজার ৫০ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩১ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। কেরালায় মারা গেছেন ১৪৬ জন। এই ২ রাজ্য ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৪ হাজার ১০৪ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশ।

এদিকে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৪৭৭ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লক্ষ ০৫ হাজার ৭৭৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.০৬ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show More