National

১৪ এপ্রিলের পর ফের ২ লক্ষের নিচে নামল দৈনিক সংক্রমণ

দেশে সংক্রমণ এদিনও কিছুটা কমল। ১৪ এপ্রিলের পর এই প্রথম ২ লক্ষের নিচে নামল দৈনিক সংক্রমণ। দেশে একদিনে মৃতের সংখ্যাও এদিন কমেছে।

দেশে করোনা সংক্রমণ এখন কিছুটা কমতে শুরু করলেও তার ভয়ংকর রূপ এখনও স্তিমিত হয়নি। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশে দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ।

এদিন ফের কমেছে সংক্রমণ। ১৪ এপ্রিলের পর এই প্রথম ২ লক্ষের নিচে নামল দৈনিক সংক্রমণ। এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪ জন।

এদিন ২০ লক্ষ ৫৮ হাজার ১১২টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ১ লক্ষ বেশি হয়েছে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু অনেকটা কমেছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১১ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.১৪ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে একদিনে মৃত্যু অনেকটা কমেছে। মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৫৯২ জনের। এছাড়া দিল্লিতে ২০৭ জনের, উত্তরপ্রদেশে ১৫৩ জনের, কর্ণাটকে ৫২৯ জনের, রাজস্থানে ১০৩ জনের, পঞ্জাবে ১৮৭ জনের, তামিলনাড়ুতে ৪০৪ জনের, উত্তরাখণ্ডে ১২২ জনের ও পশ্চিমবঙ্গে ১৫৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ১ লক্ষ ৩৩ হাজার ৯৩৪ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২ জন। দেশে এখন কমে ৯.৬০ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৯.২৬ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More
Back to top button