National

ফের দৈনিক সংক্রমণ বাড়ল, মৃত্যু অনেকটা নামল

ভারতে দৈনিক সংক্রমণ টানা ৫ দিন নামার পর ফের পরপর ২ দিন বাড়ল। অন্যদিকে দৈনিক মৃত্যু এদিন অনেকটা নেমেছে। মহারাষ্ট্রে মৃত্যু কমতেই নামল মোট সংখ্যা।

দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশে দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ। পর পর ৫ দিন দেশে টানা নামেও সংক্রমণ। কিন্তু তারপর এদিন নিয়ে গত ২ দিনে ফের সেই ধারা ব্যাহত হল। বাড়ল সংক্রমণ।

এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ২ লক্ষ ৭৬ হাজার ১১০ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪৪০ জন।

এদিন ২০ লক্ষ ৫৫ হাজার ১০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে কিছুটা বেড়েছে নমুনা পরীক্ষা। দেশে এদিন রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু অনেকটা নেমেছে। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা গত একদিনে কমতেই দেশের মোট দৈনিক মৃত্যুও নেমেছে।

দেশে গত এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৮৭ হাজার ১২২ জন। দেশে মৃত্যুর হার ১.১১ শতাংশে রয়েছে।

মহারাষ্ট্রে এদিন মৃত্যু অনেকটা কমে হয়েছে ৫৯৪ জন। এছাড়া দিল্লিতে ২৩৫ জনের, ছত্তিসগড়ে ১৪৬ জনের, উত্তরপ্রদেশে ২৮০ জনের, কর্ণাটকে ৪৬৮ জনের, রাজস্থানে ১৩৯ জনের, পঞ্জাবে ২০৮ জনের, তামিলনাড়ুতে ৩৬৫ জনের, অন্ধ্রপ্রদেশে ১০৬ জনের, হরিয়ানায় ১৫৩ জনের, বিহারে ১০৪ জন ও পশ্চিমবঙ্গে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৯৬ হাজার ৮৪১ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮ জন। দেশে এখন কমে ১২.১৪ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৬৯ হাজার ৭৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৭৪ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More
Back to top button