National

দেশে অ্যাকটিভ রোগী কমল, ১০০-র নিচে মৃত্যু

মহারাষ্ট্র ও কেরালার হাত ধরে দেশে বাড়তে থাকা করোনা অ্যাকটিভ রোগীর প্রবণতায় ছেদ পড়ল এদিন। কমল করোনা অ্যাকটিভ রোগী। কমল মৃত্যুও।

নয়াদিল্লি : ফেব্রুয়ারির শুরুতে দেশে দৈনিক সংক্রমণ ১৫ হাজারের নিচেই থেকেছে। কিন্তু মাসের শেষের দিকে পৌঁছে তা ফের বাড়তে থাকে। এখন তা ১৫ হাজারের ওপরই ঘোরাফেরা করছে।

মার্চের শুরুতেও সেই ধারাই বজায় রয়েছে। এদিন অবশ্য সংক্রমিতের সংখ্যা কমেছে। সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২৮৬ জন। মহারাষ্ট্র ও কেরালায় সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় সেখানে লকডাউনের ভ্রুকুটি তৈরি হয়েছে। এদিন দেশে ৭ লক্ষ ৫৯ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ১১ লক্ষ ২৪ হাজার ৫২৭ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিন কিন্তু সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে এদিন দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ৩৫৮ জনে। একদিনে কমেছে ২৬৯ জন। এদিকে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা কমায় অ্যাকটিভ রোগীর শতাংশের হারও ফের কমেছে। কমে ১.৫১ শতাংশে দাঁড়িয়েছে করোনা অ্যাকটিভ রোগীর হার।

ফেব্রুয়ারির বেশিরভাগ দিন ১০০-র নিচেই থেকেছে মৃতের সংখ্যা। কোনও দিন ১০০-র বেশি তো কোনও দিন কম হচ্ছিল দৈনিক মৃতের সংখ্যা। বরং মাসের শেষের দিকে মৃতের সংখ্যা বেড়েছিল। মার্চের দ্বিতীয় দিনেই ১০০-র নিচে নামল মৃত্যু।

এদিন মৃত্যু হয়েছে ৯১ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ২৪৮টি। মৃত্যুর হার রয়েছে ১.৪১ শতাংশে।

গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে কিছুটা পিছনে চলে গেছে পশ্চিমবঙ্গ। রাজ্যে গত দিন একজনেরও মৃত্যু না হওয়ার সুবাদেই এটা সম্ভব হয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩০ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৩ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৪৬৪ জন।

এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭ লক্ষ ৯৮ হাজার ৯২১ জন। যদিও সুস্থতার হার এদিন গতদিনের জায়গাতেই দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে আছে ৯৭.০৭ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More