National

দেশে সংক্রমণের সঙ্গে কমল সুস্থতাও

দেশে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কিছুটা কমেছে। কমেছে সংক্রমণও। সংক্রমণ ৭০ হাজারি ঘর ছেড়ে এদিন ৬০ হাজারি ঘরে ঢুকেছে।

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। অক্টোবরে সেই দৈনিক বৃদ্ধি নজরে না পড়লেও খুব একটা নিচেও নামেনি সংক্রমণ। এখন মোটামুটি ৭০ হাজারের ঘরে ঘোরাফেরা করছে দৈনিক সংক্রমণ।

সংক্রমণে নিরিখে বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত। সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়াটা অবশ্য অনেকটা ভরসা যোগাচ্ছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত একদিনে অবশ্য সংক্রমণ ৭০ হাজারি ঘর ছেড়ে ৬০ হাজারি ঘরে ঢুকেছে। একদিনে নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৭৩২ জন।

গত একদিনে দেশে ৯ লক্ষ ৯৪ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা কমা সংক্রমণ কমার সঙ্গে জড়িত কিনা তা অবশ্য পরিস্কার নয়।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা পৌঁছে গেছে। ৭১ লক্ষ ২০ হাজার ৫৩৮ জনে। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে এদিন বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের কমেছে। দাঁড়িয়েছে ৮ লক্ষ ৬১ হাজার ৮৫৩ জন। একদিনে কমেছে ৫ হাজার ৬৪৩ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা প্রায় ১ মাস ধরে ১ হাজারের ওপরই থেকেছে। গত ৮ দিনে কিন্তু মৃত্যু ৩ অঙ্কের ঘরে নেমেছে। ১ হাজারের নিচে থেকেছে মৃত্যু।

গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮১৬ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৯ হাজার ১৫০ জন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭১ হাজার ৫৫৯ জন। গত দিনের চেয়ে অবশ্য অনেকটাই কমেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৬১ লক্ষ ৪৯ হাজার ৫৩৫ জন। দেশে সুস্থতার হার ৮৬ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *