National

দেশে ৭৬ হাজারের ওপর সংক্রমণ, ১ হাজারের ওপর মৃত্যু

পরপর ৩ দিন ৭৫ হাজারের ওপর সংক্রমণ ধরা পড়ল দেশে। মৃত্যু এখন ১ হাজারের ওপরই থাকছে।

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। দৈনিক ৭৫ হাজারের ওপর নতুন সংক্রমণের খোঁজ মেলা এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তবে কী এবার দিনে ১ লাখের ওপর সংক্রমণ ধরা পড়ার অপেক্ষা? এমন প্রশ্নও করছেন অনেকে। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৭৬ হাজার ৪৭২ জন। গত একদিনে দেশে নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৯ লক্ষ ২৮ হাজার ৭৬১টি।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৩৪ হাজার পার করে গেছে। দাঁড়িয়েছে ৩৪ লক্ষ ৬৩ হাজার ৯৭২ জন। এদিকে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এতদিন অল্প করে বাড়ছিল। এবার সংক্রমিতের সংখ্যায় লম্বা লাফে তা অনেকটা বাড়ছে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৫২ হাজার ৪২৪ জন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। ৪ দিন টানা ১ হাজার পার করেছে মৃত্যু। এদিন ১ হাজার ২১ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬২ হাজার পার করেছে। দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৫৫০ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। ৩৩১ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১৩৬ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১০২ জনের। অন্ধ্রপ্রদেশে ৮১ জন প্রাণ হারিয়েছেন। দেশে করোনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৮৩ শতাংশে। যেখানে বিশ্বে এখন মৃত্যুর হার প্রায় সাড়ে ৩ শতাংশ।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৬৫ হাজার ৫০ জন। এর ফলে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ২৬ হাজার পার করেছে। দেশে করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লক্ষ ৪৮ হাজার ৯৯৮ জন। দেশে সুস্থতার হার ৭৬ শতাংশ পার করে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *