National

ফের রেকর্ড বৃদ্ধি, সুস্থতার হারও বাড়ছে

গত একদিনে দেশে রেকর্ড সংখ্যক বৃদ্ধি হল করোনা রোগীর। যদিও সুস্থতার হারও বাড়ছে।

নয়াদিল্লি : গত একদিনে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়েছে রেকর্ড সংখ্যক। নতুন করে করোনা পাওয়া গিয়েছে ৫৭ হাজার ১১৮ জনের দেহে। যা আজ পর্যন্ত কখনও হয়নি। প্রতিদিনই বেড়ে চলেছে সংখ্যাটা। আগের দিনকে ছাপিয়ে যাচ্ছে। ফলে চিন্তা বাড়ছে। দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল প্রায় ১৭ লক্ষের দরজায়। সংখ্যাটা এদিন দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ১০৩ জনে।

করোনা রোগীর সংখ্যা প্রতিদিন যেভাবে বাড়ছে তাতে গ্রাফ এখন উর্ধ্বমুখী। অন্যদিকে করোনায় মৃত্যুও হচ্ছে অনেক। গত একদিনে করোনা প্রাণ কেড়েছে ৭৬৪ জনের। মৃতের সংখ্যা মোটামুটি একই জায়গায় কিছু কমবেশি হয়ে ঘোরাফেরা করছে। কিন্তু নামার নাম নিচ্ছে না। দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫১১ জনে। যারমধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ১৪ হাজার ৯৯৪ জন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দেশে যখন করোনা ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে করোনা রোগীর সংখ্যা। করোনায় মৃতের সংখ্যা। তখন কিন্তু করোনা সারিয়ে সুস্থ হয়েও উঠছেন অনেকে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৫৬৯ জন। যার হাত ধরে দেশে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ লক্ষের কাছে। দেশে এখন করোনামুক্ত মোট মানুষের সংখ্যা ১০ লক্ষ ৯৪ হাজার ৩৭৪ জন। যা এই করোনা পরিস্থিতির মধ্যেও কিছুটা হলেও আশাকে জিইয়ে রাখছে মানুষের মনে।

করোনায় সুস্থতার হারও প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। অন্যদিকে কমছে মৃত্যুর হার। এটাও একটা সদর্থক বার্তাই বহন করছে। তবে যেভাবে দৈনিক করোনা রোগী বেড়ে যাচ্ছে তা কিন্তু চিন্তার ভাঁজ পুরু করছে। কবে এর থেকে মুক্তি? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *