National

একদিনে দেশে সংক্রমণ পৌঁছল প্রায় ৫০ হাজারে

দেশে করোনা সংক্রমণ প্রতিদিনই ভয়ংকর হয়ে উঠছে। গত একদিনে করোনা সংক্রমণ পৌঁছে গেল প্রায় ৫০ হাজারে।

নয়াদিল্লি : গত একদিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৯৩১ জন। একে ৫০ হাজার বললেও হয়তো ক্ষতি কিছু নেই। এই প্রায় ৫০ হাজারে পৌঁছে যাওয়া সংক্রমণ কিন্তু উর্ধ্বমুখী। ফলে তা দৈনিক হিসাবে ঠিক কতজনে গিয়ে ঠেকবে তা মোটেও পরিস্কার নয়। অবশ্যই দেশে নমুনা পরীক্ষা প্রচুর বেড়েছে। ফলে সংক্রমিত ধরাও পড়ছেন বেশি। দেশে এখন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩ জনে।

সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। গত একদিনে দেশে ৭০৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকল ৩২ হাজার ৭৭১ জনে। মহারাষ্ট্র এখনও সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ভারতের মধ্যে সর্বোচ্চ। গত একদিনে মহারাষ্ট্রেই প্রাণ হারিয়েছেন ২৬৭ জন। এদিকে সংক্রমণের নিরিখে করোনা বিধ্বস্ত গুজরাটকেও টপকে গেছে পশ্চিমবঙ্গ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সংক্রমণ ও মৃত্যু যখন দেশে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে, তখন বহু মানুষ সুস্থ হয়ে উঠছেন। গত একদিনে দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩১ হাজার ৯৯১ জন। ফলে দেশে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ১৭ হাজার ৫৬৮ জন। অন্যদিকে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ১১৪ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *