National

করোনায় একদিনে এত সংক্রমণ ও মৃত্যু দেখেনি ভারত

মাত্র ২৪ ঘণ্টায় এত মানুষ সংক্রমিত হওয়া বা এত মানুষের মৃত্যু দেখতে হয়নি ভারতবাসীকে। গত একদিনে সেটাই হল।

নয়াদিল্লি : ২ দিন ৩৭ হাজারের ঘরে ঘোরাফেরা করা সংক্রমণ গত একদিনে কার্যত লম্বা লাফ মারল। পৌঁছে গেল রেকর্ড উচ্চতায়। গত একদিনে ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৭২০ জন। যা এককথায় ভারতবাসীর উদ্বেগ মুহুর্তে অনেকটা বাড়িয়ে দিয়েছে। একদিনে ৪৫ হাজার পার করা দেখেনি ভারত। যার হাত ধরে দেশে এখন মোট সংক্রমিতের সংখ্যা ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ জন। সংক্রমণের মত লাফ দিয়েছে অ্যাকটিভ রোগীর দৈনিক বৃদ্ধিও। দেশে এখন মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ১৬৭ জন।

সংক্রমণ দেখে যখন ঘুম ওড়ার জোগাড় হচ্ছে ভারতবাসীর, তখন তাঁদের চিন্তা দ্বিগুণ করে লাফ দিয়ে বেড়েছে একদিনে মৃত্যু। একদিনে করোনায় মৃত্যু হাজার পার করেছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের। এদিকে একদিনে এত মানুষের মৃত্যু ভারতে করোনায় মৃতের সংখ্যাকে প্রায় ৩০ হাজারের দরজায় পৌঁছে দিয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জনের। শুধু এক তামিলনাড়ুতেই গত একদিনে মৃত্যু হয়েছে ৫১৮ জনের।

সংক্রমণ ও মৃত্যুর এমন লম্বা লাফ যখন মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে তখনই কিন্তু গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সেই চিন্তায় কিছুটা হলেও প্রলেপ দিচ্ছে। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৫৫৭ জন। ফলে দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৮২ হাজার ৬০৭ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *