National

দেশে করোনায় মৃত্যু ২৪ হাজার পার করল

দেশে করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার পার করে গেল। দৈনিক সংক্রমণও এদিন প্রায় সাড়ে ২৯ হাজারে।

নয়াদিল্লি : করোনায় দৈনিক মৃত্যুতে ভারত ৫৮২ ছুঁল। ৫৮২ জন মানুষের প্রাণ গেল ২৪ ঘণ্টায়। গত একদিনে ভারতে ৫৮২ জনের করোনায় মৃত্যুর হাত ধরে দেশে করোনায় মোট মৃত্যু ২৪ হাজার পার করে গেল। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ৩০৯ জন। গত একদিনে ৫৮২ জন মৃতের মধ্যে ২১৩ জনই মহারাষ্ট্রের।

মৃত্যুর পাশাপাশি দৈনিক সংক্রমণ বৃদ্ধিও এবার ৩০ হাজারের দিকে দ্রুত এগোচ্ছে। গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ২৯ হাজার ৪২৯ জন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯ লক্ষ ৩৬ হাজার ১৮১ জন। যারমধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৮৪০ জন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

দেশে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি অনেকে সুস্থও হয়ে উঠছেন। দেশে গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৫৭২ জন। ফলে দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৯২ হাজার ৩২ জন। সুস্থতার হার ৬৩ শতাংশের ওপর পৌঁছে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *