National

দেশে ৬ লক্ষ পার করল করোনা সংক্রমণ

নেমেছিল ১৮ হাজারের ঘরে। কিন্তু ফের তা পৌঁছে গেল ১৯ হাজারে। সেইসঙ্গে দেশে করোনা সংক্রমণ পৌঁছল ৬ লক্ষের ওপর।

নয়াদিল্লি : ভারতে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি হচ্ছে কার্যত লাফিয়ে লাফিয়ে। গত একদিনে দেশে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৯ হাজার ১৪৮ জন মানুষ। যা দেশের করোনা সংক্রমণের মোট সংখ্যাকে পৌঁছে দিল ৬ লক্ষের ওপর। দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৬ লক্ষ ৪ হাজার ৬৪১ জন। যার হাত ধরে রাশিয়ার কাছাকাছি পৌঁছে গেল ভারত। সংক্রমণে রাশিয়াকে টপকে গেলে ভারত পৌঁছে যাবে করোনা সংক্রমণে বিশ্বের ৩ নম্বরে।

ভারতে করোনা সংক্রমণ যখন হুহু করে বাড়ছে তখন মৃত্যুও প্রতিদিন বাড়ছে। গত একদিনে ৪৩৪ জনের প্রাণ কেড়েছে করোনা। যার হাত ধরে দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ১৭ হাজার ৮৩৪ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সংক্রমণ ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। মোট মৃতের ৮ হাজার জনের ওপর রয়েছেন শুধু মহারাষ্ট্রেই। ২ নম্বরে রয়েছে দিল্লি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

করোনা সারিয়ে বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। গত একদিনে ১১ হাজার ৮৮১ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা পৌঁছে গেছে ৩ লক্ষ ৫৯ হাজার ৮৬০ জনে। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দেশের সুস্থতার মোট সংখ্যাকে সাড়ে ৩ লক্ষ পার করিয়ে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *