National

একদিনে করোনা সংক্রমণ ১৬ হাজার পার, ১৭ ছুঁই ছুঁই

ফের দেশে রেকর্ড সংক্রমণ একদিনে। করোনায় আক্রান্ত ১৬ হাজার পার করে পৌঁছে গেল ১৭ হাজারের দরজায়।

নয়াদিল্লি : দেশে করোনা সংক্রমণ প্রতিদিনই সংখ্যার নিরিখে আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। গত কদিনে তা ১৫ হাজারের ওপর বা কাছে ঘুরপাক খাচ্ছিল। গত একদিনে তা নতুন করে লাফ দিয়ে পৌঁছে গেল ১৬ হাজার ৯২২-এ। যা একদিনে দেশে সংক্রমণের ক্ষেত্রে রেকর্ড। প্রায় ১৭ হাজার ছুঁয়ে ফেলল সংক্রমণ। এর হাত ধরে খুব দ্রুত দেশে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ পার করার দিকে ছুটছে ভারত।

এখন দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫ জন। এদিকে সংক্রমণে যখন রেকর্ড সংখ্যক বৃদ্ধি হচ্ছে, তখন মৃত্যুও প্রতিদিনই বেড়ে চলেছে। গত একদিনে ৪১৮ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। ফলে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা পৌঁছে গেল ১৪ হাজার ৮৯৪-এ। প্রাত্যহিক মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে এবার ১৩ হাজার থেকে মৃতের সংখ্যা ১৪ হাজার পার করতে মাত্র ৩ দিন লাগবে বলে মনে করছেন অনেকে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দেশে যখন সংক্রমণ ও মৃত্যু মানুষের কপালের ভাঁজ পুরু করছে তখন কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে ১৩ হাজার ১২ জন সুস্থ হয়ে উঠেছেন। একদিনে এতজন করোনা সারিয়ে আগে কখনও ভারতে সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে এটাও একটা রেকর্ড। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ২ লক্ষ ৭১ হাজার ৬৯৭ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *