National

দেশে একদিনে আক্রান্ত ১০,৬৬৭

গত একদিন ভারতে করোনা সংক্রমণের শিকার হলেন ১০ হাজার ৬৬৭ জন। সুস্থতার সংখ্যাও বাড়ছে।

নয়াদিল্লি : দৈনিক সংক্রমণের নিরিখে ভারত পৌঁছে গিয়েছিল ১২ হাজারের দোরগোড়ায়। তারপর অবশ্য ২ দিনে সংক্রমিতের সংখ্যা একটু একটু করে কমল। গত একদিনে ভারতে করোনা সংক্রমণের শিকার হলেন ১০ হাজার ৬৬৭ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৩ হাজার ৯১ জনে। এই মুহুর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ১৭৮ জন।

দেশে করোনায় মৃতের সংখ্যা অবশ্য এদিনও বেড়েছে। ৩৮০ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। ফলে করোনায় মৃতের সংখ্যা ৯ হাজার ৯৯০ জনে গিয়ে ঠেকল। প্রাত্যহিক মৃত্যুর প্রবণতা থেকে এটা পরিস্কার যে একদিনের মধ্যে দেশে মৃতের সংখ্যা ১০ হাজার পার করবে। এদিকে মৃতের পাশাপাশি দেশে সুস্থ হয়ে ওঠার হারও ক্রমশ বাড়ছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

দেশে গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ফিরেছেন ১০ হাজার ২২৫ জন। সুস্থতার নিরিখে একদিনে এই প্রথম ভারত ১০ হাজার পার করল। ১ লক্ষ ৮০ হাজার ১৩ জন মানুষ দেশে সুস্থ হয়ে করোনা সারিয়ে বাড়ি ফিরতে পেরেছেন। ভারতে এখন সুস্থতার হার ৫০ শতাংশের ওপর। এদিকে মহারাষ্ট্রে এখনও করোনা সংক্রমণ অব্যাহত। দিল্লির পরিস্থিতিও শোচনীয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *