National

ব্রিটেনকে তাড়া করা শুরু করল ভারতে সংক্রমণ

স্পেনকে টপকেছে গত রবিবারই। এবার ব্রিটেনকে তাড়া করা শুরু করল ভারতে সংক্রমণের সংখ্যা।

নয়াদিল্লি : দেশে সংক্রমণ প্রতিদিনই রেকর্ড ছুঁচ্ছে। সামান্য কিছু সংখ্যার জন্য ১০ হাজার না ছুঁতে পারলেও দৈনিক সংখ্যাকে ১০ হাজার বলায় খুব ভুল কিছু নেই। ভারতে গত একদিনে সংক্রমণের সংখ্যা ৯ হাজার ৯৮৭। ১০ হাজার থেকে ১৩ জন কম। যেভাবে সব খুলে গেছে তাতে সংক্রমণ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। ভারতে এদিন সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার পার করেছে। ব্রিটেনের থেকে এখন ফারাক ২২ হাজারের মত।

সংক্রমণ যেমন বাড়ছে তেমনই মৃতের সংখ্যাও দৈনিক বাড়ছে। গত একদিনে ৩৩১ জনের মৃত্যু হয়েছে দেশে। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা পৌঁছে গেছে ৭ হাজার ৪৬৬ জনে। এদিকে এই মুহুর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ১ লক্ষ ৩০ হাজারের মত। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। সুস্থতার হার প্রায় ৫০ শতাংশের আশপাশে পৌঁছে গেছে।

দেশে এখনও করোনা পরিস্থিতি সবচেয়ে সঙ্গিন অবস্থায় রয়েছে মহারাষ্ট্রে। গত সোমবার একা মহারাষ্ট্রই চিনকে টপকে গেছে সংক্রমণের নিরিখে। এখন শুধু মহারাষ্ট্রেই সংক্রমিতের সংখ্যা সাড়ে ৮৮ হাজারের ওপর। যা দেশের মোট সংক্রমণের ৩৩ শতাংশের ওপর। এখনও মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৯ জনের। মহারাষ্ট্রের পরই সংক্রমণের নিরিখে ২ নম্বরে রয়েছে তামিলনাড়ু। ৩ নম্বরে রয়েছে দিল্লি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button