National

দেশে করোনায় একদিনে মৃত ৭৮ জন

ভারতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৭৮ জনের বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক। তবে আশার আলোও দেখিয়েছে তারা।

ভারতে করোনায় মৃত্যু বেড়েই চলেছে। একদিনে মৃত্যু হয়েছে ৭৮ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮১ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০৯ জন। ফলে আক্রান্তের মোট সংখ্যা এদিন ২১ হাজার পার করেছে। মোট আক্রান্ত ২১ হাজার ৩৯৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার একথা জানান স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তিনি আরও জানান, এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ২৫৭ জন। সুস্থ হয়ে ওঠার হার ১৯.৮৯ শতাংশ। যা একটি সদর্থক ইঙ্গিত বলেই মনে করছে মন্ত্রক।

দেশের ১২টি জেলায় গত ২৮ দিনে একজনও করোনা রোগীর খোঁজ মেলেনি বলে জানিয়েছেন লব আগরওয়াল। যা অবশ্যই একটি ভাল খবর বলে মনে করছে মন্ত্রক। একই সঙ্গে ১৪ দিনে কোনও করোনা রোগী পাওয়া যায়নি এমন জেলার সংখ্যাও দেশে বেড়েছে। এদিকে করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণ হলে যাঁরা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার গ্রেফতারি ও কঠোর ধারায় মামলা রুজু নিয়ে যে অধ্যাদেশ কেন্দ্র এনেছিল তাতে বৃহস্পতিবার সই করেছেন রাষ্ট্রপতি। ফলে অধ্যাদেশটি এখন লাগু হয়েছে। এই অধ্যাদেশে দোষীদের কঠোর সাজার কথাও বলা হয়েছে।

বিশ্ব জুড়েও করোনা উদ্বেগ বেড়েই চলেছে। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৭ হাজারের ওপর মানুষ। আক্রান্ত ২৬ লক্ষ ৭৭ হাজারের ওপর মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লক্ষ ৩৬ হাজারের মত মানুষ। করোনায় মৃত্যুমিছিলে সবচেয়ে এগিয়ে আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত সাড়ে ৪৮ হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত ৮ লক্ষ ৫৫ হাজার মানুষ। এই সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বেড়েই চলেছে। বরং কিছুটা হলেও করোনায় মৃত্যুতে লাগাম দিতে পেরেছে ইতালি, স্পেনের মত দেশগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button