National

একটি টিভি চ্যানেলের ২৭ জন করোনা পজিটিভ

একটি খবরের চ্যানেলের ২৭ জন কর্মী করোনা সংক্রমিত হিসাবে ধরা পড়েছেন

গত সোমবারই মুম্বইয়ের সাংবাদিক, চিত্রগ্রাহক সহ ৫৩ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আরও পরীক্ষা হয়েছে। তার ফল আসছে। ফলে সেই সংখ্যা বাড়তেই পারে। এই অবস্থায় এবার একটি টিভি চ্যানেলেরই ২৭ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ল।

এডিটোরিয়াল ও নন-এডিটোরিয়াল, ২ বিভাগের কর্মীই রয়েছেন আক্রান্তের তালিকায়। তাও এখনও চ্যানেলের সকলের পরীক্ষার ফল আসেনি। চ্যানেলে ৯৬ জন কর্মী রয়েছেন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

যে ২৭ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে তাঁদের সকলকেই হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে বলে জানিয়েছেন চ্যানেলের এক কর্মকর্তা। সকলেই এখন অপেক্ষা বাকিদের রেজাল্ট কী হয়!

ওই চ্যানেলের এক সাংবাদিকের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। ওই সাংবাদিকের দেহে করোনা ধরা পড়ার পরই চ্যানেলের বাকি সব কর্মীর করোনা পরীক্ষা হয়। তারপরই একের পর এক সংক্রমিত সামনে আসতে শুরু করেন।

যে ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে তাঁদের হাসপাতালে ভর্তির পাশাপাশি তাঁদের পরিবারের সকলের পরীক্ষার কথা ভাবা হচ্ছে। পরিবারের প্রত্যেকের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যকর্মীরা।

সাংবাদিকরা এই পরিস্থিতিতেও করোনার ঝুঁকি নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন। লকডাউনে ঘরবন্দি মানুষের সামনে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনা, খবর তুলে ধরছেন। সে কাজ করতে গিয়ে তাঁরাও চিকিৎসকদের মত করোনার শিকার হচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *