National

করোনা রুখতে কার্ফুতে কর্মরত পুলিশকর্মীর রাস্তাতেই মৃত্যু

করোনায় নয়, করোনা রুখতে জারি হওয়া কার্ফু সফল করতে রাস্তায় কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিশকর্মীর। ওই পুলিশকর্মী পঞ্জাবের পাটিয়ালার খারি ফাতান গ্রামে ডিউটি করছিলেন। এলাকায় টহলের দায়িত্বে ছিলেন তিনি। টহল দেওয়ার সময়ই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

পঞ্জাবে প্রথমে লকডাউন ঘোষণা করেন সেখানকার মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তখনও দেশজুড়ে লকডাউন ঘোষণা হয়নি। সেসময় লকডাউন অমান্য করেই মানুষ রাস্তায় বার হতে থাকায় রাজ্য সরকারের তরফে কার্ফু জারি করা হয়। তারপর অবশ্য দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। পঞ্জাবে তা সফল করতে কার্ফু জারি রয়েছে। তা সফল করতে পুলিশকর্মীরা দিনরাত কাজ করছেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এই পুলিশকর্মীও সেই কাজেই ব্যস্ত ছিলেন। ৪৮ বছরের মিয়ান সিং প্রতিদিন ১৪ ঘণ্টা করে ডিউটি করছিলেন। এদিন তাঁর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল। পঞ্জাবের মানুষকে কার্যত কার্ফু করে বাড়িতে থাকতে বাধ্য করে ছেড়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও সাফ জানিয়ে দিয়েছেন, লকডাউনে গৃহবন্দি না থাকলে সেনা নামাতে তিনি বাধ্য হবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *