মানবসভ্যতার এদিনটাও দেখা হয়ে গেল। যখন মানুষ গৃহবন্দি। আর বাইরে মুক্ত পৃথিবীর বুকে নির্বিঘ্নে বিচরণ করছে নানা বন্যপ্রাণ। রাস্তাঘাট তো বটেই, এমনকি সমুদ্রসৈকত, মায় হোটেলেও ঢুকে পড়ছে তারা। খুশিমতো ঘুরছে যেখানে সেখানে। মেক্সিকান ক্যারিবিয়ান এলাকার কানকুন ও রিভিয়েরা মায়া জায়গাগুলিতে সারা বছরই ভিড় জমে থাকে পর্যটকদের। সেখানে এখন মানুষের দেখা নেই। করোনার জেরে সুনসান সমুদ্রসৈকত, রাস্তাঘাট। সেখানে এখন বেজায় আনন্দে বিচরণ করছে জাগুয়ার, লেদারব্যাক টার্টল, গ্রেট কুরাসো বার্ড।
এমনও দেখা গেছে যে লেদারব্যাক কচ্ছপের দেখাই প্রায় পাওয়া যায় না, সেই কচ্ছপ এখন ঘুরে বেড়াচ্ছে এখানকার সমুদ্রসৈকতে। সেখানে তারা ১১২টি ডিমও পেড়েছে। সমুদ্রসৈকতে একটি মানুষও না থাকায় তারা হয়তো ধরেই নিয়েছে এখান থেকে মানুষ বিদায় নিয়েছে। ফলে তারা নিশ্চিন্তে এখানে ঘুরে বেড়াতে পারে। ডিম পাড়তে পারে। এদিকে কানকুনের একটি হোটেলে আবার ঢুকে পড়েছে জাগুয়ার। সঙ্গে ঢুকেছে অতিকায় কুমিরও। ফাঁকা হোটেলে নিজের মত দাপিয়ে বেড়াচ্ছে তারা।
মেক্সিকোর এক ইকোলজিস্ট জানাচ্ছেন, বছরে বড়জোর একটা লেদারব্যাক কচ্ছপ ডিম পাড়ে এখানকার কোনও এক জায়গায়। সেটা ফাঁকা তো হতেই হবে। তাও মে মাসের আগে নয়। সেখানে এবার সকলকে অবাক করে তারা হাজির হয়েছে মার্চেই। ডিমও পেড়েছে। রাস্তায় হেঁটে বেড়াচ্ছে কুমির। স্থানীয় একটি পার্কে এসে হাজির হয়েছে প্রায় হারাতে বসা ৩টি গ্রেট কুরাসো বার্ড। করোনা তাদের বিচরণ ক্ষেত্র বাড়িয়ে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা