National

পুলিশকে চুড়ি দিলেন মহিলা বিক্ষোভকারীরা, বললেন পরতে

পুলিশকে চুড়ি পরতে পরামর্শ দিলেন মহিলা বিক্ষোভকারীরা। এজন্য নিজেদের হাত থেকে চুড়ি খুলে পুলিশের দিকে ছুঁড়ে দেন তাঁরা। চারদিক থেকে পুলিশের দিকে উড়ে আসতে থাকে নানা রঙের চুড়ি। সোমবার এমনই এক চিত্তাকর্ষক দৃশ্য দেখা গেল দিল্লির হোলি ফ্যামিলি হসপিটালের সামনে। এখানেই জামিয়া মিলিয়া ইসলামিয়ার থেকে বার হওয়া বিক্ষোভ মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের কাছে বাধা পাওয়ার পরই তাদের দিকে উড়ে আসতে থাকে প্রচুর চুড়ি। অনেক মহিলা বিক্ষোভকারী হাতের চুড়ি খুলে পুলিশকে দেখাতেও থাকেন।

সিএএ বিরোধী মিছিলটি এদিন জামিয়া থেকে বার হয়ে সংসদের দিকে যাচ্ছিল। কিন্তু জামিয়ার কাছেই হোলি ফ্যামিলি হসপিটালের সামনে তাদের পথ আটকায় পুলিশ। তারপরই বিক্ষোভে সামিল মহিলারা অভিযোগ করেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কথা শুনেই তাঁদের পথ আটকেছে পুলিশ। তাই পুলিশের উচিত হাতে চুড়ি পরা।

মঞ্জরী নামে এক বিক্ষোভকারিণীর দাবি, পুলিশ এমন করছে যেন তাদের হাতে চুড়ি পরা আছে। তাই এটাই ভাল যে পুলিশ বরং হাতে চুড়ি পড়েই ঘুরুক। এদিন মিছিল হোলি ফ্যামিলি হসপিটালের সামনে এলে পুলিশ রাস্তা আটকায়। বিক্ষোভকারীরা জোর করে এগোতে গেলে তাঁদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশের দিকে জলের প্যাকেট ছুঁড়তে থাকেন। পরে সেখানেই থমকে যায় সংসদ অভিযান। মহিলা বিক্ষোভকারীরা তখন পুলিশের দিকে চুড়ি ছুঁড়তে থাকেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button