National
স্কুলের দেওয়াল ভেঙে ২ শিশুর মৃত্যু

স্কুলের দেওয়ালের পাশেই খেলা করছিল পড়ুয়ারা। প্লে স্কুল। ফলে সকলেই শিশুর পর্যায়ে পড়ে। খেলার সময় আচমকাই তাদের উপর ভেঙে পড়ে স্কুলের দেওয়াল। ৫ জন শিশু ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে যায়। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিদের চিকিৎসা চলছে।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নয়ডার ৪৯ নম্বর সেক্টরে। এখানেই একটি জমি ভাড়া করে তার ওপর তৈরি হয়েছে কেএম পাবলিক স্কুল। কীভাবে দেওয়াল ভেঙে পড়ল, ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কতটা গাফিলতি, সব দিকই খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)