SciTech

মঙ্গলে হ্রদের প্রমাণ পেল নাসা

বিজ্ঞানীরা হ্রদের গভীরে পরীক্ষা করে দেখতে চাইছেন। সেখানে এমন কোনও নমুনা মিলতেই পারে যা হ্রদের রহস্য উন্মোচিত করবে।

একটি বিশাল গর্ত। জ্বালামুখের মত দেখতে। অনেকটা খোঁদল। চারপাশের ধার ধরে পাথুরে জমি। সব মিলিয়ে নাসার মঙ্গলযান মার্স রোভার যা তথ্য পাঠিয়েছে তাতে বিজ্ঞানীরা মনে করছেন সম্ভবত এই সুবিশাল গর্ত একসময়ে একটি হ্রদ ছিল। জল টলটল করত হ্রদে।

সেই জল এখন উধাও। তবে হ্রদের খোঁদলটা রয়েই গেছে। আপাতত হ্রদের গর্তের ধার ধরে পরীক্ষার কাজ চালাচ্ছে মার্স রোভার।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বিজ্ঞানীরা সেটিকে হ্রদের গভীরে পাঠিয়ে পরীক্ষা করে দেখতে চাইছেন। সেখানে এমন কোনও নমুনা মিলতেই পারে যা হ্রদের রহস্য উন্মোচিত করবে। তবে তা করা হবে চারপাশের পাথুরে জমির পরীক্ষা শেষ হলেই।

লাল গ্রহে যে একসময়ে জল ছিল তা নিয়ে বিজ্ঞানীদের একটা বড় অংশ এখন প্রায় নিশ্চিত। এখন তাঁরা এই দাবির সমর্থনে যথেষ্ট বিজ্ঞানভিত্তিক তথ্য খুঁজতে ব্যস্ত। এই হ্রদের তথ্য প্রমাণিত হলে লাল গ্রহে একসময়ে জলের অস্তিত্বের তত্ত্ব অনেকটাই এগিয়ে যাবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *