National

রাম মন্দির নির্মাণ নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হয়েছে ঐতিহাসিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী অযোধ্যায় রাম মন্দির তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে ট্রাস্টকে। এই ট্রাস্ট স্বয়ংশাসিত হবে। রাম মন্দির তৈরির যাবতীয় সিদ্ধান্ত নিতে পারবে তারা। বুধবার লোকসভায় এমনই এক ঐতিহাসিক ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, এই ট্রাস্ট স্বাধীনভাবে যে কোনও সিদ্ধান্ত নিতে পারবে। ৬৭.৭০৩ একর জমিতে তৈরি হবে এই রাম মন্দির। এই জমি ট্রাস্টের হাতে সরকার তুলে দেবে। রাম জন্মস্থলী-তে এই মন্দির নির্মাণের একটি পরিকল্পনাও হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী লোকসভার সকল সদস্যকে বিশাল রাম মন্দির তৈরিতে তাঁকে সাহায্য করার আহ্বান জানান।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পড়ুন : অযোধ্যার রাম মন্দির কেমন দেখতে হবে, সামনে আনল বিশ্ব হিন্দু পরিষদ

প্রধানমন্ত্রী এদিন আরও জানান, উত্তরপ্রদেশ সরকার সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড-কে ৫ একর জমি দেওয়া নিয়েও ছাড়পত্র দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেবে সরকার। সেখানে তারা একটি মসজিদ তৈরি করতে পারবে। এদিন প্রধানমন্ত্রীর ঘোষণাকে টেবিল চাপড়ে সমর্থন জানান বিজেপি ও সহযোগী দলগুলির সদস্যরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *