National

কপিলকে দ্বিগুণ শাস্তি দিন, বললেন অরবিন্দ

শাহিনবাগের বাইরে শূন্যে গুলি ছোঁড়ার পর কপিল গুজ্জর নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় কপিলের মুখে ছিল হিন্দুত্ববাদী স্লোগান। সেই ঘটনার পর কপিলকে নিয়ে শুরু হয় তরজা। যখন আপ বলছে কপিল বিজেপি কর্মী, তখন একটি ছবি সামনে আসার পর পুলিশ বলছে কপিল ২০১৯ সালেই আপ-এ যোগ দিয়েছে। এই নিয়ে চাপানউতোর তুঙ্গে ওঠে। আর এরমধ্যেই দিল্লি ভোটের ৩ দিন আগে মুখ খুললেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

অরবিন্দ জানিয়েছেন, যেই আইনশৃঙ্খলা হাতে নেবে তারই শাস্তি হওয়া উচিত। আর কপিল যদি আপ-এর সদস্য হয় তাহলে তাকে যেন দ্বিগুণ শাস্তি দেওয়া হয়। গত ১ ফেব্রুয়ারি শাহিনবাগের সিএএ, এনআরসি বিরোধী অবস্থান আন্দোলনের কাছে শূন্যে গুলি চালায় কপিল গুজ্জর। মঙ্গলবার দিল্লি পুলিশ দাবি করে কপিলের সঙ্গে আপ-এর সম্পর্ক ঘনিষ্ঠ। আর এ নিয়ে আপ দাবি করেছে, ভোটের মুখে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পড়ুন : জামিয়ার মত এবার শাহিনবাগে চলল গুলি

অরবিন্দ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, কপিল কাদের দলের সঙ্গে যুক্ত তাঁর জানা নেই। কিন্তু সে যে দলেরই হোক না কেন, জাতীয় সুরক্ষার ওপর আঘাত হানলে তার কড়া শাস্তি হওয়া উচিত। যদি এর শাস্তি ১০ বছর হয়, তাহলে যদি এমন কোনওভাবে প্রমাণ হয় যে কপিল তাঁর দলের সদস্য তাহলে যেন তার শাস্তি ২০ বছর করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *