National

অযোধ্যার রাম মন্দির কেমন দেখতে হবে, সামনে আনল বিশ্ব হিন্দু পরিষদ

অযোধ্যার বিতর্কিত জমি রামলালার বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যা থেকে পরিস্কার হয়ে যায় যে সেখানে বহু প্রতীক্ষিত রাম মন্দিরই নির্মাণ হবে। এই নির্মাণের দায়িত্বভার দেওয়া হয় কেন্দ্রের ওপর। শীর্ষ আদালতই সেই নির্দেশ দেয়। কিন্তু কেন্দ্র কিছু জানানোর আগেই বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির কেমন দেখতে হবে তার একটি মডেল সকলের সমানে তুলে ধরল। প্রয়াগরাজে এখন চলছে মাঘ মেলা। সেখানে পুণ্যার্থীদের ভিড়ও জমছে। সেই মেলা প্রাঙ্গণেই এই মডেল সামনে আনে ভিএইচপি।

১৯৮৯ সালে প্রথমবারের জন্য রাম মন্দির তৈরির জন্য রাম মন্দিরের একটি মডেল সামনে এনেছিল এই বিশ্ব হিন্দু পরিষদই। সংগঠনের তরফে জানানো হয়েছে এবারও যে মডেল প্রয়াগরাজে সামনে আনা হল তা সেই ৩০ বছর আগেরই মডেলটি। হুবহু সেই মডেলেই তৈরি হবে রাম মন্দির বলে জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে। ১৯৮৯ সালের মডেলটি সামনে আনা হয়েছিল তদানীন্তন প্রয়াগের কুম্ভমেলা প্রাঙ্গণে। আর এবার আনা হল অধুনা প্রয়াগরাজের মাঘ মেলায়।

বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি চম্পত রাই বলেন, ১৯৮৯ সালে যে শিলাখণ্ডগুলি এই রাম মন্দির তৈরির জন্য নিয়ে আসা হয়েছিল তা অযোধ্যায় তখন থেকেই রয়ে গেছে। সেই শিলাখণ্ড যে রাম মন্দিরের মডেলকে সামনে এনে তৈরি তাই এবার ব্যবহার হবে। শিলাখণ্ডগুলি যাতে ব্যবহার করা যায় সেজন্যই নতুন কোনও মডেল নয়, পুরনো মডেলই ধরে রাখা হচ্ছে। তিনি আরও বলেন, গরু ও গঙ্গা ভিএইচপি-র পরিচয়। তাই এই ২টি বিষয়ের ওপর আলোচনাও বাড়ান হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *