World

এনএসজিতে অন্তর্ভুক্তি, মেক্সিকোর সমর্থন পেল ভারত

Narendra Modiসুইৎজারল্যান্ডের পর খোদ মার্কিন রাষ্ট্রপতি পরমাণু সরবরাহকারী রাষ্ট্রগোষ্ঠী বা এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সবুজ সংকেত দিয়েছে। যা চিনের জন্য বড় চাপরে কারণ হয়ে সামনে উঠে এসেছে। এবার চিনের মাথাব্যথা আরও বাড়িয়ে ভারতের এনএসজি অন্তর্ভুক্তি নিয়ে নিজেদের সহমতের কথা জানিয়ে দিল মেক্সিকোও। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো সাফ জানিয়েছেন, ভারতের এনএসজিতে অন্তর্ভুক্তি নিয়ে তাঁর সদর্থক ও গঠনমূলক সমর্থন আছে। পাঁচ দেশের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার মেক্সিকোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেক্সিকোতে পা রেখেই রাষ্ট্রপতি নিয়েতোকে এনএসজি সওয়ালের জন্য ধন্যবাদ জানান তিনি। যদিও বিশ্বের এতগুলি তাবড় দেশের সমর্থন আদায়ের পরও চিন তার অবস্থান থেকে সরতে নারাজ। তাদের বক্তব্য, ভারত এখনও পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেনি। তাই এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে তাদের আপত্তি আছে। তাদের যুক্তি, এনএসজির লক্ষ্যই হল পরমাণু অস্ত্র তৈরিতে লাগাম দেওয়া। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভারত এনএসজিতে অন্তর্ভুক্ত হতে পারলে তাদের সামনে অনেকগুলি রাস্তা খুলে যাবে। নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি থেকে শুরু করে ওষুধ তৈরি। সবেতেই সুবিধা হবে ভারতের।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *