Kolkata

বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার ‌যুবকের দেহ


Suicideবন্ধ ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করল যাদবপুর থানার পুলিশ। যাদবপুরের আজাদগড়ে গত দেড় মাস হল বাড়ি ভাড়া করে থাকছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ওই যুবক। প্রতিবেশিদের দাবি, শান্ত স্বভাবের ছেলেটি মাঝেমধ্যে পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবলও খেলত। কিন্তু গত ৫ দিন ধরে তাকে দেখা যাচ্ছিল না। কোনও কাজে তিনি বাইরে গেছেন ধরে নিয়েছিলেন প্রতিবেশিরা। কিন্তু গত বুধবার থেকে ওই যুবকের ঘর থেকে পচা গন্ধ বার হতে শুরু করেছিল। বৃহস্পতিবার সকালে তা আরও তীব্র হয়। তখনই তাঁরা খবর দেন ‌যাদবপুর থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে দেখে সিলিং থেকে ঝুলছে ওই যুবকের দেহ। দেহে পচন ধরায় তীব্র পচা গন্ধ বার হচ্ছে। দ্রুত দেহটি ময়না তদন্তে পাঠায় পুলিশ। তদন্তের স্বার্থে ওই যুবকের আত্মীয় ও প্রতিবেশিদের সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিশ।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *