World

সাদা মাটির ওপর কালো গাছের বন এ বিশ্বে একটিই রয়েছে

এমন আজব স্থান এ পৃথিবীতে একটিই রয়েছে। দূরদূরান্ত পর্যন্ত সাদা মাটি। যা সহজে দেখা যায়না। তার ওপর কালো কালো গাছে ভরা বন।

পৃথিবীতে এমন কয়েকটি জায়গা রয়েছে যা বিশ্বাস করা কঠিন। যেমন এ বিশ্বের বুকে একটিমাত্র এমন বন রয়েছে যেখানে সব গাছ কালো। সে গাছে পাতা নেই। ফুল হয়না। ফল ধরে না। আরও অদ্ভুত হল এদের শিকড়। প্রতিটি গাছের শিকড় মাটির ওপর উঠে এসেছে।

তারা দাঁড়িয়ে থাকে সাদা মাটির ওপর। বালি নয়, সাদা মাটি। সাদা ও কালোর এই বৈপরীত্য এক অন্য দৃশ্যের জন্ম দেয়। এই সাদা কালোর মিশ্রণকে আরও সুন্দর করে তোলে তার পিছনে ছড়িয়ে থাকা বালির স্তূপ।


যেখানে বালির রং হলুদ নয়, বরং মরচের মত। মরচে রংয়ের বালির পাহাড়ের সারির সামনে সাদা মাটির ওপর কালো গাছের জঙ্গল। যা দেখতে প্রতিবছর বহু মানুষ ছুটে আসেন এখানে।

আদপে কিন্তু এ এক নিদারুণ অঞ্চল। যাকে স্থানীয়ভাবে বলা হয় ‘ডুই ভ্লেই’ বা ‘ডেড মার্শ’। এক সময় এই এলাকা জলাভূমি ছিল। যা এখন এক শুকনো মরীচিকা।


এই কালো গাছের পুরো জঙ্গলটি জীবন হারানো গাছে ভরা। প্রখর সূর্যের উত্তাপ এক সময় এই জলাভূমিকে শুকিয়ে দিয়েছিল। জলের অভাবে গাছগুলির শিকড় বাঁচার আশায় জলের খোঁজে মাটির তলা থেকে উপরে উঠে আসে।

কিন্তু তাতেও ফল হয়নি। অতি শুকনো আবহাওয়া তাদের জীবন কেড়ে নেয়। সূর্যের তাপে সব গাছ কালো হয়ে যায়। আর সেভাবেই এখনও দাঁড়িয়ে আছে সাদা মাটির ওপর। নামিবিয়ার এই ডুই ভ্লেই দেখতে বিশ্বের বিভিন্ন কোণা থেকে মানুষ মার্চ থেকে মে মাসের মধ্যে হাজির হন এখানে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button