World

২ হাজার বছরের পুরনো ৯৯টি কবরের খোঁজ, কোনওটায় কফিন নেই

কবরগুলি যিশুখ্রিস্টের জন্মেরও প্রায় ৪৭৫ বছর পুরনো। ৪৭৫ থেকে ২২১ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই কবরগুলি দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।

কফিনহীন ৯৯টি কবরের খোঁজ মিলল মঙ্গোলিয়ার জুগার বানার এলাকায়। একই জায়গায় রয়েছে এই কবরগুলি। একটি প্রত্নতাত্ত্বিক গবেষক দলের নজরে পড়ে এটি।

এটি আবিষ্কার হওয়ার পর খতিয়ে দেখা গেছে কবরগুলি যিশুখ্রিস্টের জন্মেরও প্রায় ৪৭৫ বছর পুরনো। ৪৭৫ থেকে ২২১ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই কবরগুলি দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।

অতি প্রাচীন এই কবরগুলি হান রাজত্বের শুরুর সময়ের। কোনও কবরের মধ্যেই কফিন নেই। আবার সব কবর মানুষেরও নয়।

সেখানে কবর খুঁড়ে বিভিন্ন প্রাণির কঙ্কালও উদ্ধার করেছেন গবেষকরা। আবার কিছু কবরে ঘরোয়া বাসনপত্রও মিলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *