World

এ গরু এক বিস্ময়, অমিতাভ বচ্চনের সঙ্গে তার উচ্চতা সমান

কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের উচ্চতা ও কণ্ঠ চিরকালই চর্চার বিষয় ছিল। একটি গরুর যে সেই উচ্চতা হতে পারে তা কি কেউ ভেবেছিল?


গরু তো সকলেই দেখেছেন। চতুষ্পদ এই প্রাণিটি আপাত নিরীহও বটে। তার গায়ে অনেকেই হাত বুলিয়ে আদর করে যান। একজন প্রমাণ বয়সের মানুষের মোটামুটি খুব বেশি হলে বুকের কাছে পৌঁছয় গরুর পিঠ। এটাই গরুর স্বাভাবিক উচ্চতা। কিন্তু গরুরাও ভয় পেয়ে যায় এমন উচ্চতার এক গরু এবার সকলকে বিস্মিত করে দিল। যার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি।


মানুষের চেয়ে গরুর উচ্চতা কমই হয়। এটাই স্বাভাবিক। কিন্তু এ গরু বহু মানুষের চেয়েই লম্বা। মানুষের চেয়েও লম্বা গরু দেখে যেমন মানুষ অভ্যস্ত নন, তেমনই গরুরাও নয়।


তাই এই লম্বা গরুকে এড়িয়েই চলে অন্য গরুরা। নিজেদের সঙ্গে হয়তো সামঞ্জস্য না পেয়েই তাদের মনে একটা আশঙ্কা কাজ করে।

ম্যাসাচুসেটস-এর বাসিন্দা এই গরুর নাম টমি। তার পালক স্বামী স্ত্রীর বড় পছন্দের গরু এই টমি। তাকে একদম ছোট থেকে তাঁরা বড় করেছেন।


এখন টমির বয়স ১৩ বছর। এই লম্বা গরুকে দেখতে নানা সময় মানুষ হাজির হন ওই পরিবারের কাছে। একবারটি দেখতে চান টমিকে।


বলিউড তারকা অমিতাভ বচ্চনের উচ্চতাও ৬ ফুট ১ ইঞ্চির একটু বেশি। তাঁর উচ্চতা অনেক মানুষেরই হয়না। এক্ষেত্রে টমির উচ্চতা কিন্তু অমিতাভ বচ্চনের সমান। যা থেকে অনুমেয় যে গরুটি কতটা লম্বা। বিশ্বের সবচেয়ে লম্বা গরু হিসাবেও এখন টমির নামই নথিভুক্ত হয়েছে।


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *