World

মুরগিকে মহাজাগতিক বিস্ময় দেখাতে গিয়ে ঘটল আজব ঘটনা

নিজেরা দেখবেন আর বাড়ির পোষ্যটি বঞ্চিত হবে, এটা মেনে নিতে না পেরে মুরগিকেও মহাজাগতিক বিস্ময় দেখাতে গিয়ে ঘটে গেল ঘটনাটা।

মহাজাগতিক বিস্ময় মানুষের জীবনে অনেক সময় মনে রাখার মত বিষয় হয়। অনেকেই তা চাক্ষুষ করার জন্য মুখিয়ে থাকেন। আকাশের বুকে এমন অনেক কিছু ঘটে যা কোনও মানুষ জীবনে একবারই দেখার সুযোগ পান। কখনও তার চেয়ে দুএকবার বেশি।

এক্ষেত্রে মহাজাগতিক বিস্ময়টি দেখার জন্য তাই সবদিক থেকে তৈরি ছিলেন এক ব্যক্তি। কিন্তু তিনি চাননি তাঁর বাড়ির পোষা মুরগিটি এই বিরলতম ঘটনা দেখা থেকে বঞ্চিত হোক।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত ৮ এপ্রিল ভারতে না দেখা গেলেও আমেরিকার একটা বড় অংশ জুড়ে সূর্যগ্রহণ দেখা গেছে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে সূর্যের আলো কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। চাঁদে ঢাকা পড়ে যায়। দুপুরে নেমে আসে অন্ধকার। তারপর আস্তে আস্তে চাঁদ সরে যেতে যেমন সূর্যের আলো তেমনই এসে পড়ে মাটিতে।

এই সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ ধরনের চশমা লাগে। যা তিনি নিজে যেমন পরেছিলেন, তেমনই তাঁর মুরগিটিকে কোলে তুলে তার চোখেও একটি ছোট্ট এমন গ্রহণ দেখার চশমা পরিয়ে দেন।

যদিও গ্রহণ দেখায় মুরগির কোনও আগ্রহ ছিল বলে মনে হয়নি। বরং চোখে গ্রহণ দেখার চশমা পরে মুরগিটি আকাশের দিকে চেয়ে দেখতে গিয়ে একটি ডিম পেড়ে ফেলে।

কোলে থাকা মুরগি ডিম পাড়তে তা হাতে চলে আসে তার মনিবের। গ্রহণ দেখতে গিয়ে ডিম পেড়ে ফেলার এই ঘটনা ক্যামেরাবন্দি হওয়ার পর তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে আমেরিকার আরকানসাস-এ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *